চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাঁচলাইশ থানা পূজা উদ্যাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৭ পূর্বাহ্ণ

নগরীর মুরাদপুরস্থ আপন গার্ডেন কমিউনিটি সেন্টারে পাঁচলাইশ থানা পূজা উদ্যাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এড. চন্দন তালুকদার। মাতৃ আরাধনা ও মঙ্গল প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে গত ১৮ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠানের শুভারম্ভ হয়।

পরবর্তী অধিবেশনে পাঁচলাইশ থানা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতিসহ পাঁচলাইশ থানা পূজামন্ডপগুলির মধ্যে গুণীজন সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রুবেল শীল। অনুষ্ঠান সঞ্চালন করেন বিপ্লব চক্রবর্তী রনি ও তুনি চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ দাশ আসিত। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহানগর পূজা উদযাপন পরিষদের- সাবেক সাধারণ সম্পদাক লায়ন আশীষ ভট্টাচার্য্য, অধ্যাপক অর্পন ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক ,সজল দত্ত, পাঁচলাইশ থানা পূজা পরিষদের নেতৃ বৃন্দ্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাবুল দত্ত দেবাশীষ নাথ দেবু, দীনবন্ধু দাশগুপ্ত নীলু, তরুন দাশগুপ্ত ভানু, বিপ্লব সেন, দোলন দেব, সুকান্ত মহাজন টুটুল, প্রিয়লাল গোস্বামী, প্রিয়তোষ ঘোষ রতন, অরুন রশী দত্ত,সাঃধা সম্পাদক শুভাশীষ চৌধুরী, চন্দন দেব নাথ, যীশু নাথ, তাপস শীল, সঞ্জিব দাশ (ভুট্টু), আরো বক্তব্য রাখেন, বিকাশ শীল, প্রদিপ শীল, লিটন দাশ, উজ্জল চৌধুরী, রাজিব দাশ বিশ্বজিৎ দে, সজল দাশ, আশীষ চৌধুরী, কৃষ্ণ দাশ, রাধারানী চৌধুরী, প্রসাদ কুন্ড শীল, ঝর্ণা নন্দী, পূর্ণিমা রানী শীল, মিঠু চৌধুরী, শান্তনু দাশ, দেবরাজ দাশ গুপ্ত দেবু, পরিতোষ দেব নাথ, লিপু চৌধুরী, সেন্টু কুমার দাশ, জনি সেন, রুবেল দেব,সজল কান্তি শীল, মৃদুল চৌ, অনিক চৌ, উত্তম কুমার চৌ, রিপন সিং, মান্না দে, মিঠু দে, জয়ন্ত দাশ জয়, দুর্জয় দে, সানি দে, ইমন চৌধুরী, কান্তা দাশ, দিপু দাশ, অভিশীল, পাভেল চৌধুরী, জয়দিপ্ত শীল, অর্ণব দে, সনি সেন, নিলয় দত্ত আকাশ, সুমন পাল, তপু চক্রবর্তী, সেতুদাশ প্রমূখ। প্রধান আতিথি তার বক্ত্যবে সাত্বিকভাবে পূজা পরিচালনা করা ও আইন শৃঙ্খলা বাহিনির পরামর্শ অনুযায়ি সকল নিয়ম পালন করার আহব্বান জানান। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট