চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে বাসে মোবাইল টানা পার্টি সাহাবুদ্দিন গ্রুপের সক্রিয় সদস্য ইব্রাহিম প্রকাশ জিসানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জিসান কুমিল্লার দাউদকান্দি থানার শহীদনগর এলাকার সেন্টু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান। তিনি জানান, আজ বুধবার স্টেশন রোডের ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে ৭ নম্বর বাস পার্কিং সংলগ্ন ফুটপাতে অভিযান চালিয়ে জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ