চট্টগ্রাম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

চান্দগাঁওয়ে ৩ কেজি গাঁজা নিয়ে দু’জন ধরা

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৪ | ৩:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পু‌লিশ। শ‌নিবার (২৭ জানুয়ারি) ভোরে বহদ্দারহাট বাস টার্মিনালের আরাকান সড়কের পাশে ভান্ডারির চায়ের দোকানের সামনে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মাদক কারবারিরা হলো- বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মো. জানে আলম প্রকাশ জনি (৪৫) ও পটিয়ার আশিয়া ইউনিয়নের মিরজিপাড়ার নুর ইসলামের ছেলে মো. খোকন (৩৭)।

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ক‌বির বলেন, গোপন সংবাদের ভি‌ত্তিতে অভিযান চা‌লিয়ে ৩ কেজি গাঁজাসাহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট