চট্টগ্রাম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

ছয় প্রার্থীর তোড়জোড়

ইকবাল মুন্না, সাতকানিয়া

২৫ জানুয়ারি, ২০২৪ | ১২:০৪ অপরাহ্ণ

উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা পোস্টার-ব্যানার সাঁটিয়ে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন। নেমেছেন প্রচার-প্রচারণায়। ভোটের মাঠে আওয়ামী লীগ ঘরানার প্রার্থী ছাড়া অন্য দলের নেতাদের তৎপরতা দেখা যাচ্ছে না।

 

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তপ্ত ছিল সাতকানিয়ার রাজনীতি। আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবকে ঘিরে সরগরম ছিল ভোটের মাঠ। মোতালেব উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এখন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঘরোয়া রাজনীতিতে শীতের ঠা-া হাওয়া গরম হয়ে উঠেছে।

 

উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীতায় ৬ জনের নাম বেশি শোনা যাচ্ছে। তারা হলেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ্ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার এবং সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ।

 

উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, ‘রাজনীতিকদের জনপ্রতিনিধি হওয়ার আকাক্সক্ষা থাকে। বিগত উপজেলা নির্বাচনেও আমি চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী ছিলাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ১০ বছর ধরে আমি দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছি। সাতকানিয়াবাসী আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে সকলের অংশগ্রহণে একটি মডেল উপজেলা গড়ে তুলতে চাই।

 

জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মিনহাজুর রহমান বলেন, গত দুই মেয়াদে সাতকানিয়ায় স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যানের দূরত্ব ছিল। এতে এলাকার উন্নয়ন ব্যাহত হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে আমার সম্পর্ক দৃশ্যমানভাবে ভাল থাকায় এলাকার জনগণ মনে করছেন আমার নির্বাচন করা উচিত।

 

জেলা আ. লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী বলেন, ‘২০১৪ সালে আওয়ামী লীগের সমর্থনে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি আশাবাদী, আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

 

জেলা আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক ডলার বলেন, ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘ সময় শ্রম দিয়েছি। দলীয় নেতাকর্মী ও জনগণের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। আশা করি, আগামী নির্বাচনে আমি জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হব।

 

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, আমি  জনগণের ভোটে নির্বাচিত ভাইস চেয়ারম্যান। দেশের দুর্যোগসহ বিভিন্ন সময়ে মানুষের পাশে ছিলাম। সবসময় মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি।

 

ইউপি চেয়ারম্যান আবু সালেহ বলেন, ডলু নদীর তীরবর্তী মানুষের বসতি, ব্যবসা-বাণিজ্য ও আবাদি জমি রক্ষা এবং আশ্রয়ণ প্রকল্প ভূমিহীনদের বসবাসের স্থান করেছি। আমি একটি আধুনিক সাতকানিয়া গড়তে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করবো। জনগণ আমার পাশে থাকবেন বলে আশা করছি।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট