চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ ভয় পায়: ডা.শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৩ | ১০:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই। তাই তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে ভয় পায়। নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনে তাদের যত ভয়। কারণ নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না।

 

আজ শনিবার (২৭ মে) বিকালে দলীয় কার্যালয় নাছিমন ভবনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে রবিবার (২৮ মে) কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠন নিয়ে প্রস্ততি সভায় এসব কথা বলেন।

 

তিনি বলেন, এদেশের জনগণ তাদেরকে ভোট দিবে না। আওয়ামী সরকার বিগত ১৪ বছরের জনগণের টাকা লুটপাট করেছে। লুটপাট করে ব্যাংক খালি করেছে। দেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে।

 

ডা.শাহাদাত হোসেন বলেন, গতকাল খাগড়াছড়িতে যাওয়ার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা করা হয়েছে। আমরা আজকের সমাবেশ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট