চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

ছুরিকাঘাতে দুই যুবক হত্যা : ৩০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

৯ মে, ২০২৩ | ১১:৪৭ অপরাহ্ণ

পাহাড়তলীতে দুই পক্ষের মারামারিতে ছুরিকাঘাতে দুই যুবক নিহতের ঘটনায় ১৮ জনের নাম উল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় নিহত মাসুমের ভাই মনির হোসেন বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় পাহাড়তলী থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এজাহারভুক্ত আট জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে রবিউল হত্যার দায় স্বীকার করে মঙ্গলবার চট্টগ্রামের একটি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গ্রেপ্তাররা হলো : আব্দুর রহিম (২৯), বিপ্লব মল্লিক ওরফে মো. বিপ্লব (২৮), রবিউল ইসলাম (২০), রায়হান উদ্দিন (১৯), মো. শামীম (২৮), সাগর দাশ (২০), রবিউল হাসান হৃদয় (১৬) ও ইলিয়াছ মিঠু (৪৫)।

উল্লেখ্য, দুই পক্ষের মারামারিতে গতকাল সোমবার ছুরিকাঘাতে নিহত হন মাসুম (৩০) ও সবুজ (২০) নামে ওই দুই যুবক। তাদের গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট