চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

চবিতে ভর্তি পরীক্ষা

দূরের শিক্ষার্থীদের বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা নিয়েছে শামসুল হক ফাউন্ডেশন

৯ মে, ২০২৩ | ৭:২৬ অপরাহ্ণ

মঙ্গলবার (১৬ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিবে চট্টগ্রাম বিভাগের প্রায় ২ লক্ষ শিক্ষার্থী। এক্ষেত্রে চট্টগ্রামের বাইরে থেকে আসা অনেক শিক্ষার্থীদের থাকা-খাওয়া নিয়ে পড়তে হয় দুশ্চিন্তায়। কারণ অভিভাবকসহ কয়েক লাখ মানুষের আগমনে স্বাভাবিকভাবেই হোটেলগুলোতে দেখা দেয় আবাসিক সংকট। প্রত্যন্ত অঞ্চলের অনেকেই আবার সংগত কারণে হোটেলে থাকার মতো অবস্থায় নাও থাকতে পারেন। এসব নিয়ে যাদের দুশ্চিন্তা রয়েছে তাদের জন্য সুখবর দিচ্ছে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির মুসাফির খানায় সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। একই সাথে চিকিৎসার জন্য বা চাকরির ইন্টারভিউ দিতে আসা ব্যক্তিদের জন্য এই সুবিধার ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন। 
তিনি বলেন, যারা মুসাফির খানার সেবা নিতে চান সিট বুকিং দিতে নিঃসংকোচে যোগাযোগ করুন। (০১৮৪১০৪০৫৪৪) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে। মুসাফির খানায় আসতে হলে বহদ্দারহাট বা চান্দগাঁও থানার সামনে নেমে রিকশা বা ট্যাক্সি যোগে পাঠানিয়া গোদা হয়ে আল হুমাইরা রাদিআল্লাহু মহিলা মাদ্রাসার পাশে গোলাম আলী নাজির পাড়া আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের অফিসে সহজে আসা যাবে। তবে আসার সময় অবশ্যই জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন ও পরীক্ষার প্রবেশ পত্রের  কপি দয়াকরে সাথে রাখুন।
পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট