চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

পাহাড়ি মদ তৈরির কারখানা চট্টগ্রাম নগরে, সরঞ্জামসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

৯ মে, ২০২৩ | ৩:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকায় একটি ভবন থেকে ১ হাজার ৪২ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো- রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার উজানছড়ির মৃত মংবা মার্মার ছেলে খ্যাইসাঅং মার্মা (৫২) ও বান্দরবান জেলার রোয়াংছড়ি থানার মৃত অংমেরাচার ছেলে সুজিত চাকমা মাঝি (৪৭)।

 

সোমবার (৮ মে) রাত সোয়া ১১টায় তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সোয়া ১১টায় মৌলভী পুকুরপাড় এলাকায় একটি ভবনের নিচতলায় অভিযান চালানো হয়। ওই ভবনের ষষ্ঠ তলা থেকে মদ উৎপাদনের সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১ হাজার ৪২ লিটার চোলাইমদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের ‍বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট