চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

আজ চমেকের ১৫তম ব্যাচের সুবর্ণজয়ন্তী

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২২ | ১২:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ১৫তম ব্যাচের সুবর্ণজয়ন্তী আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। চমেক ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আকতার। বিশেষ অতিথি থাকবেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।

 

আয়োজকরা জানান, চমেকের ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণের বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। যেখানে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের বিভিন্ন স্মৃতিচারণ, আড্ডা, কোলাহলে মেতে উঠবেন। এতে অংশ নেবেন দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা চমেকের ১৫তম ব্যাচের চিকিৎসকগণ।

 

১৫তম ব্যাচের শিক্ষার্থী ও আয়োজক কমিটির কো-অর্ডিনেটর ডা. ইমরান বিন ইউনুস বলেন, সুবর্ণজয়ন্তী উৎসবের বিশেষ আকর্ষণ হলো প্রথম দিনের ক্লাসের পুনরাবৃত্তি হবে। সেই দিনের শিক্ষক অধ্যাপক ডি পি বড়ুয়া এনাটমির ক্লাস নেবেন। সেসময়ের শিক্ষকগণ ও সতীর্থগণ থাকবেন।

 

প্রসঙ্গত, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ১৫তম ব্যাচ স্বাধীনতা উত্তর প্রথম ব্যাচ। এবারের উৎসবের থিম হলো, ‘মুক্তদেশের প্রথম প্রজন্মের সুবর্ণ পাঁচালি’।

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট