চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

২৪৩৪ আবেদনে ভর্তির সুযোগ পেল ৩৬০ জন

১৮ ডিসেম্বর, ২০২২ | ১১:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের (বাওয়া) ২০২৩ শিক্ষাবর্ষের প্রেপ-ওয়ান শ্রেণিতে ভর্তির জন্য জমাকৃত ফরমের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত স্কুল ক্যাম্পাসে চট্টগ্রাম জেলা প্রশাসকের দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি একেএম বেলায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাওয়া স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ উল হাছান চৌধুরী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস ও জামশেদ আলাম রানা, অভিভাবক সদস্য ফারুক আহমেদ, শিক্ষক সদস্য আলী জাফর সাদেক, সহকারী প্রধান শিক্ষক (দিবা) খাদিজা বেগম, সহকারী প্রধান শিক্ষক (প্রাত.) রাজিয়া বেগম।

 

বাওয়া স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ উল হাছান চৌধুরী জানান, এ বছর প্রাত. শাখার প্রেপ-ওয়ানে ভর্তির জন্য আবেদন করেন ১ হাজার ৩৫২ জন ও দিবা শাখায় আবেদন করেন ১ হাজার ৮২ জন। র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রাত. শাখায় নির্বাচন করা হয় ১৮০ জন ও দিবা শাখায় ১৮০ জন। র‌্যাফেল ড্র সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

পূর্বকোণ/এএইচ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট