চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হিজড়া খালের উপর অবৈধভাবে গড়ে উঠা ৫৫টি স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

২ আগস্ট, ২০১৯ | ২:০৯ পূর্বাহ্ণ

নগরীর কাতালগঞ্জ এলাকার হিজড়া খালের উপর অবৈধভাবে গড়ে উঠা ৫৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এরমধ্যে আবাসন প্রতিষ্ঠান এপিক প্রপার্টিজ ও ফিনলে প্রপার্টিজ এর কিছু অংশ পড়েছে। এই স্থাপনাগুলোর কারণে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটার পর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। জলাবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনা বাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড এর সহায়তায় সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। এ সম্পর্কে সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী বলেন, কাতালগঞ্জ এলাকার হিজড়া খালের উপর অবৈধভাবে গড়ে উঠা ৫৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এরমধ্যে

আবাসন প্রতিষ্ঠান এপিক প্রপার্টিজ ও ফিনলে প্রপার্টিজ এর কিছু অংশ পড়েছে। খালের ওপর এপিক প্রপার্টিজ একটি বাউন্ডারি ওয়াল ও ভবনের কার্নিশ গড়ে তুলেছিল। অভিযানে বাউন্ডারি ওয়ালটি ভাঙা হলেও কার্নিশ কর্তৃপক্ষ ভেঙেছে। এছাড়া দুটি অবৈধ কাঁচা বাজারও উচ্ছেদ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট