চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে পাওয়া গেল সিলমারা ব্যালট

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২১ | ৪:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের দুটি ভোটকেন্দ্রের পাশে পরিত্যক্ত অবস্থায় বেশকিছু ব্যালট পেপার উদ্ধার করেছে স্থানীয়রা।

রবিবার (২৮ নভেম্বর) সকালে কুলালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লতিফপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।

কুলালপাড়া কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার নিজাম উদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

কুড়িয়ে পাওয়া ব্যালটে দেখা যায়, প্রায় প্রতিটিতে আপেল প্রতীকের ওপর সিল মারা রয়েছে। এছাড়া প্রতিটি ব্যালটে নির্বাচন কমিশনের সিল ও ভোটারের স্বাক্ষরের স্থানে আঙুলের টিপ সই রয়েছে।

স্থানীয়রা জানান, ৪ নম্বর ওয়ার্ডে আপেল প্রতীকের প্রার্থী মো. বেলাল এবং ৫ নম্বর ওয়ার্ডে আপেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ হামিদ। সকাল থেকে এই দুটি কেন্দ্রে থেমে থেমে দুইপক্ষের মধ্যে ঝামেলা হয় বলেও জানান স্থানীয়রা।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ‘এরকম কোন বিষয় আমার নলেজে আসেনি। হয়তো কেউ এসব ব্যালট ছিনিয়ে নিয়ে গেছে।’

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট