চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

মিতু হত্যা মামলার তিন আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২১ | ৭:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় তিন আসামির বিদেশযাত্রা নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ সোমবার ( ১২ জুলাই) বিকেলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান শুনানি শেষে এই নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মামলার তিন আসামি হল: মুছা, কালু ও ভোলা ।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ই জুন নগরীর জিইসি মোড় এলাকায় মাহমুদাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। তার স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। চলতি বছরের ১২ই মে এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। এতে বলা হয়, তিন লাখ টাকা দিয়ে স্ত্রীকে খুন করান বাবুল। ওই দিন বাবুলের শ্বশুর মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ আটজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট