চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

পেকুয়ার অহিদুল আলমের পিএইচডি ডিগ্রি অর্জন

৮ জুন, ২০২১ | ১২:৩৭ অপরাহ্ণ

পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে বেড়ে ওঠা অহিদুল আলম দেশের গণ্ডি পেরিয়ে আজ ইস্ট চায়না ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

ড. অহিদুল আলমের পিতা মরহুম মাস্টার গোলাম হায়দার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ড. অহিদুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনার্স এবং মাস্টার্স করেন। পরে চীন সরকারের স্কলারশিপ নিয়ে ২০১৪ সালে সাংহাই শহরে অবস্থিত থংচি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ প্রকৌশল বিষয়ে পড়াশুনা করতে যান এবং ২০১৬ সালে গ্রাজুয়েশন শেষ করেন। তার গবেষণার বিষয় ছিল- ‘চিংড়ি/কাঁকড়ার খোলস থেকে শোষণকারী উপকরণ তৈরি করা এবং সেইগুলো ভারী ধাতু শোষণ এবং স্থিতিশীল করার জন্য প্রয়োগ করা। বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট