চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

শ্রমজীবী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

৩০ জুন, ২০১৯ | ১:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামে ‘শিশুশ্রম নয় শিশুর জীবন হোক স্বপ্নময়’ শীর্ষক প্রতিপাদ্যের উপর বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ, চট্টগ্রাম এর আয়োজনে ও ওয়াল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন শিশু একাডেমি চট্টগ্রামের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা ও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার শিশুশ্রম নিরসন প্রকল্প রবার্ট কমল সরকার। উপস্থিত ছিলেন পিন্টু এবার্ট পিরিছ, এপি ম্যানেজার, চট্টগ্রাম আরবান এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও জোবায়দুর রশীদ ম্যানেজার ঘাসফুল। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মাহবুব চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের শিশুদের নিয়ে ক্যাম্পেইন ‘আমিই পারি শিশুর প্রতি শারিরীক সহিংসতা বন্ধ করতে’ উপস্থপনা করেন ওয়াল্ডভিশনের অশেষ রেমা। ‘শিশুশ্রম নয় শিশুর জীবন হোক স্বপ্নময়’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ, চট্টগ্রাম এর সদস্য সংস্থা উৎস, অপরাজেয় বাংলাদেশ, ঘাসফুল, বিটা, ব্রাইট বাংলাদেশ ফোরাম, যুগান্তর উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের শিশু বিকাশ কেন্দ্রের মোট ৫৮ জন শিশু সুবিধা বঞ্চিত ও শ্রমজীবী শিশু অংশগ্রহণ করে। এছাড়াও উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট