চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পচা-বাসি দই বিক্রি: দুই দোকানিকে জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

২৮ এপ্রিল, ২০২১ | ৮:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে একটি দোকানে দীর্ঘদিন ধরে ফ্রিজিং করে বিক্রি করা হতো দই। মেয়াদ শেষ হয়ে ওই সব দই পচে বাসি হলেও তার দাম হাঁকানো হতো ২৫০ টাকা। তবে শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফাঁস হল সব তথ্য।

বুধবার (২৮ এপ্রিল) বিকালে কাটিরহাট বাজার ও সরকারহাট বাজারে অভিযানে এমন চিত্র দেখা যায় বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ।

মেয়াদোত্তীর্ণ দই বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে মূল্য তালিকা না টাঙানোয় আরেক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তিনি পূর্বকোণকে বলেন, কাটিরহাট বাজারে খাজা বেকারি এন্ড সুইটসে খাওয়ার অযোগ্য মেয়াদোত্তীর্ণ পচা বাসি দই ফ্রিজিং করে কেজি প্রতি ২৫০ টাকায় বিক্রি করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে সরকারহাট বাজারের আল মদিনা স্টোরে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্বকোণ/মামুন/পরেভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট