চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

অভিযানকালে ম্যাজিস্ট্রেট দেখলেন অচেতন বাস যাত্রী

 নিজস্ব প্রতিবেদক

৪ এপ্রিল, ২০২১ | ২:০৬ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রামে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি বাস থেকে অচেতন অবস্থায় অজ্ঞাতনামা এক যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টায় নগরীর জিইসির মোড়ে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখতে জিইসির মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি বাসে উঠে দেখলাম পেছনের সিটে এক অজ্ঞাতনামা যাত্রী পড়ে আছে। আমি নিজ গাড়িতে দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মলম পার্টির খপ্পড়ে পড়েছেন ওই যাত্রী।  

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট