চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

আগ্রাবাদে ১০৬ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২১ | ১:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আগ্রাবাদে ১০৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় মসজিদ কলোনি এলাকায় এই অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিষয়টি নিশ্চিত করেছেন আবাসন অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক খিন ওয়ান নু। তিনি পূর্বকোণকে বলেন, আগ্রাবাদে দখল হওয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। আজ ১০৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ‘সকাল থেকে শুরু হওয়া এই অভিযান চলবে বিকাল ৫টা পর্যন্ত।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট