চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

কোতোয়ালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২১ | ৯:৪৭ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালীতে অস্ত্র ও ইয়াবাসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ মার্চ) দিবাগত রাতে কোতোয়ালী থানার পাথরঘাটা বান্ডেল রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন: বদর আউলিয়া খাদেম বাড়ির সৈয়দ মো. জামাল ওরফে জামাল ফকিরের ছেলে সৈয়দ মো. তুহিন (৩৪) ও টেরিবাজার এলাকার নাসিম আহমেদের ছেলে তৌসিফ আহম্মেদ (২৫)।

ওসি নেজাম উদ্দিন জানান, কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকায় চেক পোস্টে তল্লাশির সময় একটি মোটরকারকে থামার সংকেত দিলে পালিয়ে যাওয়ার সময় গাড়িটি তাড়া করে দুইজনকে গ্রেপ্তার করা হয়।  এ সময় গাড়িতে থাকা আরও দুইজন পালিয়ে যায়।  গ্রেপ্তার করা দুই জনের সঙ্গে থাকা একটি অবৈধ অস্ত্র ও ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। দৌঁড়ে পালানো দুইজন  মো. মোস্তফা(৩৫) ও মো. জাকির(৩৫) বলে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে । তুহিনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাই মোবাইল উদ্ধার ও ছিনতাইসহ ১৮টি মামলা রয়েছে। পলাতকদের আটকের চেষ্টা চলছে  বলে জানান তিনি।

পূর্বকোণ / আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট