চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাল থেকে ৩০০ টাকায় বিদেশগামীদের করোনা পরীক্ষা

অনলাইন ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২০ | ৬:১১ অপরাহ্ণ

বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি ১ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করেছে স্বাস্থ্য বিভাগ। যা আগামী ৩১ ডিসেম্বর থেকে কর্যকর হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশগামী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মাটকার্ডধারী যাত্রীদের করোনা পরীক্ষার ফি ১ হাজার ৫’শ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা পুনঃনির্ধারণ করা হল।

বুধবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি পূর্বকোণকে বলেন, আগে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি ১ হাজার ৫০০ টাকা ছিল। তা এখন ৩০০ টাকা ধার্য করা হয়েছে। যা আগামীকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

 

পূর্বকোণ/পিআর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট