চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শাহ আমানতে কোটি টাকার ইয়াবাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি, ২০২০ | ৯:০৩ পূর্বাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কৌশলে ব্যাগেজের ভিতর শার্টের কলারে লুকিয়ে ইয়াবা পাচারের সময় জহিরুল ইসলাম (৪৭) নামে জেদ্দাগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২১হাজার ১’শ পিস ইয়াবা, ২টি পাসপোর্ট, ৪ হাজার ৬০০ সৌদি রিয়াল ও নগদ টাকা ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে তাকে বিমাবন্দর থেকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় চট্টগ্রামের সহকারি পরিচালক মো. রুহুল আমিন পূর্বকোণকে বলেন, ‘বাংলাদেশ বিমানের বিজি ১৩৫ জেদ্দা যাওয়ার কথা ছিল ওই যাত্রীর। ওই যাত্রী ব্যাগেজের ভিতর শার্টের ক্রাইজে লুকিয়ে ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে যাচ্ছিল। এয়ারপোর্টের ৭ নং গেটে সিএএবি স্ক্যানিং মেশিনে সন্দেহ হলে পরে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ২১ হাজার ৩১২ পিস ইয়াবা, ২টি পাসপোর্ট, ৪ হাজার ৬০০ সৌদি রিয়াল ও নগদ টাকা ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।’

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবীর খন্দকার বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মুল্য ১ কোটি ৫ লাখ ৫৫হাজার টাকা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট