চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় সরগরম নাসিমন ভবন

২১ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ফরম বিতরণের ২দিনের কার্যক্রম শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নগরীর কাজীর দেউড়ির নাসিমন ভবনস্থ বিএনপির কার্যালয়ে প্রার্থীদের মাঝে ফরম বিতরণ করা হয়। আজ শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র জমা নেয়া হবে। আগামীকাল শনিবার থেকে যাচাইবাছাই করা হবে। ফরম বিতরণের শেষদিনে সাধারণ কাউন্সিলর পদে ১৮০ জন ও সংরক্ষিত মহিলা আসনে ২৫ জন মনোনয়নপত্র নেন। উল্লেখযোগ্য কাউন্সিলর প্রার্থীর তালিকা: ১নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে সিরাজুল ইসলাম রাশেদ, মো. ইলিয়াছ আলী, সরওয়ার জাহান পুতুল, ২নং জালালবাদ ওয়ার্ডে মো. বেলাল, ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে হাজী মো. ইলিয়াছ, লিয়াকত আলী জসিম, মো. ইসমাইল, আবদুর রহিম, ৪নং চান্দগাঁও ওয়ার্ডে মাহবুবুল আলম, ইলিয়াছ চৌধুরী, ওসমান গণি, ৫নং মোহরা ওয়ার্ডে

মো. আজম উদ্দিন, জানে আলম জিকু, ফিরোজ খান, মনছুর আলম, ৬নং পূর্ব ষোলশহর হাসান লিটন, আজিজ উদ্দিন, হাজী ইলিয়াস সেকু, নিজামুল ইসলাম, আবুল বশর, ৭নং পশ্চিম ষোলশহর ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, আবু মুসা, মোহাম্মদ আলী সাকি, মাহবুবুর রহমান, এনামুর হক, ৮নং শোলকবহর হাসান ওসমান চৌধুরী, জমির উদ্দিন নাহিদ, মো. রুবেল, ৯নং উত্তর পাহাড়তলী আবদুস সাত্তার সেলিম, হাবিবুর রহমান চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, জিয়াউল হুদা, ১০নং উত্তর কাট্টলী আব্বাস রশিদ, রফিক উদ্দিন চৌধুরী, সাহেদ আকবর, ১১নং দক্ষিণ কাট্টলী সোহারাব হোসেন চৌধুরী, আতাউল হক অপু, আবদুর রশিদ, ১২নং সরাইপাড়া সামশুল আলম, নূর আহমদ গুড্ডু, সাইফুল আলম, ১৩নং পাহাড়তলী জাহাঙ্গির আলম দুলাল, আমান উল্লাহ আমান, বাদশা আলমগীর, রাসেল রানা, ১৪নং লালখান বাজার মো. শাহআলম, আবদুল আলিম স্বপন, ১৫নং বাগমনিরাম মো. সালাহ উদ্দিন, চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী, ১৬নং চকবাজার সালাহ উদ্দিন কায়সার লাবু, নুরুল ইসলাম জিয়া, ১৭নং পশ্চিম বাকলিয়া এমদাদুল হক বাদশা, এ কে এম আরিফুল ইসলাম ডিউক, ইব্রাহিম বাচ্চু, আমিন মাহমুদ, এমরান উদ্দিন, খোরশেদ আলম, আবদুল হালিম, ১৮নং পূর্ব বাকলিয়া হাজী মো. তৈয়ব, মো. মহিউদ্দিন, আজিজুল হক মাসুম, মো. নূর উদ্দিন, ১৯নং দক্ষিণ বাকলিয়া এম আই চৌধুরী মামুন, মো. খলিল আহমদ, মীর হোসেন, ২০নং দেওয়ান বাজার হাফিজুল ইসলাম মিলন, মো. লিয়াকত আলী, ২১নং জামাল খান আবু মো. মহসিন চৌধুরী, ২২নং এনায়েত বাজার এম এ মালেক, ২৩নং উত্তর পাঠানটুলী হাজী মো. মহসিন, রিয়াদ খান, সিরাজুল ইসলাম, সুলতান মাহমুদ খান সুমন, ২৪নং উত্তর আগ্রাবাদ এস এম ফরিদুল আলম, আবু সাঈদ কালু, খায়রুল আলম দিপু, ২৫নং রামপুর শহীদ মো. চৌধুরী, এম এ গফুর বাবুল, সাঈদুল আলম, ২৬নং উত্তর হালিশহর আবুল হাসেম, মোশাররফ হোসেন ডেপটি, মহসিন আলী চৌধুরী, আনোয়ার হোসেন আরজু, আজিজুর রহমান বাবুল, ২৭নং দক্ষিণ আগ্রাবাদ মো. সেকান্দর, হাসান রুবেল, এস এম মঈনুল হোসেন, কামাল উদ্দিন, মো. হেলাল, ২৮নং দক্ষিণ পাঠানটুলী এস এম জামাল উদ্দিন জসিম, নূর উদ্দিন সোহেল, জিয়াউর রহমান জিয়া, ২৯নং পশ্চিম মাদারবাড়ী মো. সালাহ উদ্দিন, ৩০নং পূর্ব মাদারবাড়ী রেজোয়ান আলম, ৩১নং আলকরণ দিদারুর রহমান লাবু, ইকবাল হোসেন সংগ্রাম, ৩৩নং ফিরিঙ্গি বাজার আকতার খান, হাজী নুরুল হক, মেজবাহ উদ্দিন মিন্টু, মহিউদ্দিন আহমদ চৌধুরী, ৩৪ নং পাথরঘাটা ইসমাইল বালি, মো. সালাহ উদ্দিন, মো. শফিকুল আলম, ৩৬ নং গোসাইলডাঙ্গা মো. হারুন, হুমায়ুন কবীর সোহেল, আবু সাহেদ হারুন, ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর, সাহাবউদ্দিন সাবু, মো. ওসমান, মজিবুর রহমান কাজল, ৩৮নং দক্ষিন মধ্যম হালিশহর, হাজী হানিফ সওদাগর, মো. আজম, শহীদুল ইসলাম, মো. জাহেদ. ৩৯নং দক্ষিন হালিশহর, সরফরাজ কাদের রাসেল, রোকন উদ্দিন মাহামুদ, হাসান মাহামুদ আনসারী, মিজানুর রহমান, ৪০নং উত্তর পতেঙ্গা মো. হারুন, মো. ইকবাল হোসেন, হাজী মজিবুল হক,জসিম উদ্দিন সওদাগর, ৪১নং দক্ষিন পতেঙ্গা ডা. নুরুল আবসার, মো. ইসমাইল, মো. ইলিয়াছ, নুরুল আরমান, মাহাবুব আলী। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট