চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নগরীতে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

মেরিন ড্রাইভ সড়কে আহত এক এনজিও কর্মীর মৃত্যু

কক্সবাজার সংবাদদাতা

১৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৯:২৪ অপরাহ্ণ

 
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের হিমছড়ি অংশে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত এনজিও কর্মী শান্তি বিকাশ চাকমার (৩৫) মৃত্যু হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আতিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত এনজিও কর্মী রাঙ্গামাটি শহরের বিহারপুর ৯ নম্বর ওয়ার্ডের প্রকৃতি রঞ্জন চাকমার ছেলে। তিনি রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন। আজ দুপুরে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ির প্যারাসেইলিং পয়েন্টে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। এ ঘটনায় ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক মো. মোজাফফর (৪৪)। তিনি কক্সবাজার শহরের পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসা এলাকার মৃত মীর আহমদের ছেলে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আতিক উল্লাহ জানান, শনিবার দুপুর ২টার দিকে হিমছড়ি মেরিন ড্রাইভে একটি কক্সবাজারমুখী সিএনজির সাথে বিপরীতমুখী মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক মোজাফফর মারা যান। এ সময় মূমুর্ষূ অবস্থায় যাত্রী শান্তি বিকাশ চাকমাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার পর সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 
পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট