চট্টগ্রাম সোমবার, ২৩ জুন, ২০২৫

সর্বশেষ:

জেলা-উপজেলা-গ্রাম

সীতাকুণ্ডে ক্রমেই বিলুপ্ত হচ্ছে পাহাড়ের বন্যপ্রাণী। অব্যাহত বনভূমি নিধনের কারণে এখনো বানর ও হরিণসহ বেশ কয়েকটি প্রজাতি  পাহাড়ে  থাকলেও খাদ্য সংকটে তারা লোকালয়ে নেমে আসছে।   গতকাল বৃহস্পতিবার পাহাড় থেকে বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল এলাকার লোকালয়ে খাদ্যের অন্বেষণে ছুটে আসে একটি বানর। লোকালয়ে আসা বানরটিকে দেখতে  উৎসুক জনতা ভিড় জমালেও কোন ধরনের ভয় না পেয়ে এক স্থানে চুপটি করে বসে থাকে বানরটি। এ সময় উৎসুক জনতার অনেকে ক্ষুধার্ত বানরটিকে কলাসহ নানা ধরনের ফল খেতে দেন।   স্থানীয়রা জানান, গত তিন মাস […]

১৪ জুলাই, ২০২৩ ১২:১৪:০২,