কালুরঘাটের পশ্চিম প্রান্তের ফেরিঘাটের বেইলি সেতুর এক পাশ দেবে যাওয়ায় ফেরি পারাপার বন্ধ ছিল প্রায় ৬ ঘণ্টা। এ সময় কালুরঘাটের কর্ণফুলী নদীর দুইপাড়ে শতশত যানবাহনের দীর্ঘ লাইন জমে যায়। নদী পারাপারে ভোগান্তিতে পড়েন মানুষজন। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ফেরিঘাটের বেইলি সেতুর একপাশ দেবে যাওয়ায় ফেরিতে যানবাহন ওঠা-নামা করতে পারছিল না। ফলে বন্ধ থাকে ফেরি চলাচল। এতে দুইপাড়ে দীর্ঘ লাইন পড়ে যায় যানবাহনের। অনেক যানবাহন শাহ আমানত সেতু হয়ে বোয়ালখালী আসা যাওয়া করে। এ সময় যাত্রীদের ঝুঁকি […]