চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাজনীতির মুক্তমঞ্চের সভায় আবু সুফিয়ান

সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তরুণরাই হবে একমাত্র কা-ারী

৩০ এপ্রিল, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

তরুণরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে আসবে। তাদের হাতেই পরিচালিত হবে দেশ। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তরুণরাই হবে একমাত্র কা-ারী। গত ২৭ এপ্রিল চট্টগ্রাম একাডেমির মিলনায়তনে তরুণ নেতৃত্বের হাতে গড়ে উঠুক বাংলাদেশ শীর্ষক রাজনীতির মুক্তমঞ্চের আলোচনা সভা ও সৃষ্টিশীল, মেধাবী তরুণদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। রাজনীতির মুক্তমঞ্চের প্রধান সমন্বয়ক কল্যাণ চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ। এডভোকেট রামপদ কায়স্থগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সি প্লাস টিভির চিফ রিপোর্টার খোরশেদুল আলম শামীম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহ সম্পাদক কাঞ্চন মহাজন, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট সাবেক ভিপি রাশেদুল হক চৌধুরী, চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোস্তারী মোরশেদ স্মৃতি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্ঞানের আলোকবর্তিকার মাধ্যমে প্রযুক্তির উৎকর্ষতা ও তারুণ্যের শক্তিকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে হবে। রাজনীতির মুক্তমঞ্চ এই কার্যক্রমকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাঞ্চন আচার্য, গোলাম ছরওয়ার চৌধুরী, এডভোকেট টিপু শীল জয়দেব, রিমন মুহুরী, বোরহান উদ্দীন, তালুকদার নির্দেশ বড়–য়া, টিংকু পালিত প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট