চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

উখিয়ার ইয়াবা ডন প্যানেল চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং নেতা গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

১৪ জুলাই, ২০২০ | ১১:০৯ পূর্বাহ্ণ

অবশেষে কক্সবাজারের উখিয়ার শীর্ষ দুই ইয়াবা ডন পালংখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যার নুরুল আবছার এবং জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উখিয়া উপজেলা শাখার অর্থ সম্পাদক নুরুল আমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার পিস ইয়াবা।

সোমবার (১৩ জুলাই) রাতে আবছার মেম্বারের নিজ বাড়ির সামনে ইয়াবা লেনদেনের সময় তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি ব্লাংক চেক ও একটি স্বাক্ষরকৃত ছয়লক্ষ টাকার ব্যাংক চেক, ৩ টি এটিএম কার্ড, স্বাক্ষরকৃত ২ টি ব্লাংক স্ট্যাম্প উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বালখালী পূর্বপাড়া এলাকার মৃত নজির আহমদ চৌধুরীর ছেলে নুরুল আবছার চৌধুরীর বসতঘরের সামনে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই স্থানে র‌্যাব অভিযানে গেলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী (৩৫) এবং উপজেলা কমিউনিটি পুলিশিং নেতা পালংখালী পূর্বপাড়া এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে নুরুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা, চেক ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই ইয়াবা ডনের স্বীকারোক্তির বরাত দিয়ে র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছে তারা। তাদের একটি বিশাল সিন্ডিকেটও রয়েছে। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রায়। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১৫ এর গণমাধ্যম শাখার এ কর্মকর্তা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট