চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

হালদায় ইঞ্জিনচালিত বালিবাহী নৌকা পানিতে ডুবিয়ে ধ্বংস

হালদায় ইঞ্জিনচালিত বালিবাহী নৌকা পানিতে ডুবিয়ে ধ্বংস

রাউজান সংবাদদাতা

৮ জুন, ২০২০ | ৯:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে একটি বালিবাহী ইঞ্জিনচালিত নৌকা ইঞ্জিন নষ্ট এবং পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়েছে। আজ সোমবার (৮ জুন) রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরাসহ নদীর বিভিন্নস্থানে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি, আনসার সদস্য ও ইউএনও কার্যালয়ের কয়েকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাউজানে নিষেধাজ্ঞা সত্ত্বেও হালদা নদী থেকে বালু উত্তোলন ও ইঞ্জিন চালিত নৌকা চলাচল থেমে নেই।

 

 

পূর্বকোণ/জাহেদ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট