চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

ভুয়া আইডি বানিয়ে ওসিকে নিয়ে স্ট্যাটাস, কিশোর প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩ মে, ২০২০ | ৯:২১ অপরাহ্ণ

নগরীর পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়ায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (৩ এপ্রিল) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কিশোরের নাম আবু তালেব প্রকাশ ছাহেল (১৭)। সে পাহাড়তলীর নয়াবাজার মোড়ের নাজির বাড়ি এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান বলেন, গত ২২ এপ্রিল ও আজকে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সামসুন্নাহার নামে একটি ভুয়া একাউন্ট থেকে ফেসবুকে দুটি পোস্ট করে গ্রেপ্তারকৃত কিশোর আবু তালেব। পোস্ট দুটিতে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলা হয়-“আপনারা কিছুদিন ধরে নানা জায়গায় অবৈধ ভাবে নানা কাজ কর্ম করছেন। অবৈধ কাজ থেকে বিরত থাকুন।” বিষয়টি নজরে আসলে প্রথমে আবু তালেবকে শনাক্ত করা হয়। পরে পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট