চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বগি থেকে খুলে লাইনচ্যুত হয়েছে। তবে কোন হতহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টায় ইঞ্জিনটি উদ্ধার করেছে।
জানা যায়, ঢাকা থেকে আসা একটি মালবাহী ট্রেন (তেলবাহী) চট্টগ্রামের উদ্দেশ্যে যাবার সময় ফৌজদারহাট স্টেশন এলাকায় এসে মালবাহী ট্রেনটি অতিরিক্ত লাইনে দাঁড়ায়। পরে মালবাহী ট্রেনের ইঞ্জিনটি খুলে সামনের দিকে অগ্রসর হতেই একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। কিন্তু এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর ২টা ৪০ মিনিটের দিকে পাহাড়তলী লোকশেড থেকে একটি ইঞ্জিন গিয়ে তেলবাহী ট্রেনটি উদ্ধার করে চট্টগ্রাম বন্দরের দিকে নিয়ে যায়। বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র দাস বলেন, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে এসেছে। যাত্রীবাহী ট্রেন যাওয়ার সুবিধার্থে মালবাহী ট্রেনটি ফৌজদারহাট স্টেশন এলাকায় অতিরিক্ত লাইনে দাঁড়িয়েছিল। পরে ট্রেনের ইঞ্জিনটি খুলে একটু সামনের দিকে এগোতেই লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা এবং ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি। পরবর্তীতে পাহাড়তলী লোকসেড থেকে একটি ইঞ্জিন এসে মালবাহী ট্রেনটিকে উদ্ধার করে চট্টগ্রাম বন্দরের দিকে চলে যায়। লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটি বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে উদ্ধার করা হয়।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ