বোয়ালখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ তিন আরোহী আহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের তুলাতল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
আহতরা সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের আলতাফের ছেলে মো. বেলাল (৪২), বেলালের ছেলে সাব্বির (৬) ও একই এলাকার মো. হোসেনের ছেলে সাকিব (২৬)। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর তুলাতলে একটি মোটরসাইকেল হঠাৎ সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায়। এতে এক শিশুসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. পূজা ভৌমিক বলেন, বিকেল ৩টার সময় বাইক দুর্ঘটনায় আহতরা চিকিৎসা নিয়েছেন। তবে বাইক চালক মো.বেলালের পা ভেঙে গেছে এনং মাথা ও মুখে আঘাত পেয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পারভেজ