চট্টগ্রাম শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে মারমা যুবক নিহত

অনলাইন ডেস্ক

২০ জুন, ২০২৫ | ৪:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক মারমা যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা৷ শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় সরফভাটা ইউনিয়নের খাইন্দার কুল এলাকায় এই ঘটনা ঘটে৷

 

নিহত শিবুউ মারমা (৩৮) সরফভাটা বড়খোলাপাড়া এলাকার চিংচালা মারমার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এই ঘটনায় জড়িতদের ধরার করা চেষ্টা চলছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট