আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) রাতেই এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- অটোরিকশাচালক মো. ফোরকান (২৫) ও সহযোগী মো. হানিফ (৩২)। ফোরকান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের মো. সোলাইমানের ছেলে। অপর অভিযুক্ত হানিফ একই এলাকার মঞ্জুরুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী তরুণী বাঁশখালী উপজেলার বাসিন্দা। তিনি কেইপিজেড শিল্পাঞ্চলে চাকরির ইন্টারভিউ শেষে বাড়ি ফিরছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। কিছু দূর যাওয়ার পর তিনি লক্ষ্য করেন, অটোরিকশা ভুল পথে চলছে। তখন চালক ও তার সহযোগী নির্জনস্থানে নিয়ে যান এবং যৌন নিপীড়নের চেষ্টা করেন। তখন সিএনজি থেকে তিনি লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন।
পূর্বকোণ/আরআর