কক্সবাজার -১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের মুক্তির দাবিতে মিছিল করায় মামলা হয়েছে। চকরিয়া থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে ৫৬ জনকে আসামি করে থানার এসআই সনজীব পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, এমপি জাফরের ভাগিনা হেলাল উদ্দিন ও ভাতিজা হাসান আল বসরীসহ ২১ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, ১৮ জুন সকালে সাবেক এমপি জাফর আলমকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। ওই সময় নিকটবর্ত্তী এলাকায় সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে অর্ধশতাধিক লোক মিছিল করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
ওসি আরও বলেন, এই মামলার এজাহার নামীয় ১৬ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/জাহেদ/আরআর/এএইচ