চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আনোয়ারার বৈরাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুশ শুক্কুরের ছেলে আবদুল আলীম (৪০) ও বড় উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাজের উদ্দিনের ছেলে রুহুল আমিন প্রকাশ সোহেল (৪০)।
সোহেল বড় উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং আলীম বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। গ্রেপ্তারদের নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/এএইচ