কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ জুন) দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত পেকুয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
গ্রেপ্তাররা হলেন- পেকুয়া উপজেলার মগনামার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদু সাত্তারের ছেলে ও মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ মাদু (৫৫), মগনামা ৩ নম্বর ওয়ার্ডের নুইন্যার পাডার আহমদ কবিরের ছেলে ও মগনামা ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া (৩৫) , টইটং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ধনিয়া কাঁটা পূর্বপাডার মৃত জাফর আলমের ছেলে ও টইটং ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সক্রিয় সদস্য মো. মোক্তার হোসেন প্রকাশ কালু (৩২), পেকুয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিণাফাঁড়ি এলাকার রশিদ আহমদের ছেলে ও পেকুয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৃষক লীগের সক্রিয় সদস্য জিয়া উদ্দিন (৩৬), টইটং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কেরনছডি এলাকার মফিজ রহমানের ছেলে ও একই ওয়ার্ডের যুবলীগের সক্রিয় সদস্য রুবেল হোসেন (২৬), পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালীর মৃত বশরত আলীর ছেলে ও পেকুয়া উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. আলমগীর (৫৩), রাজাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উলুদিয়া পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে ও একই ওয়ার্ডের কৃষক লীগের সক্রিয় সদস্য মো. আলম (৩৫), টইটং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হিরাবুনিয়া পাড়া এলাকার আবদুল মজিদের ছেলে ও একই ওয়ার্ডের শ্রমিক লীগের সক্রিয় সদস্য মোকাদ্দের (২৫), শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুলবনিয়ার সেগুনবাগিচা এলাকার মৃত আলী হোসেনের ছেলে ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সক্রিয় সদস্য নাসিরউদ্দিন (৫৫), রাজাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুন্দরীপাডা এলাকার মৃত উলা মিয়ার ছেলে ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সক্রিয় কর্মী জামাল হোসেন (৪৫) ও রাজাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুন্দরী পাড়া এলাকার জামাল হোসেনের ছেলে ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সক্রিয় কর্মী শাহীনুল ইসলাম সাদ্দাম (২১)।
তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতিতে জড়িত এবং ছাত্র আন্দোলন ও এলাকায় নাশকতার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। এছাড়া অনেকের নামে হত্যা, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক মামলাও রয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ১১ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ বৃহস্পতিবার সকালে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়।
পূর্বকোণ/এমরান/জেইউ/এএইচ