কক্সবাজারের ঈদগাঁওতে মসজিদের ইমামকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু লুট করেছে ডাকাতদল।
বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া পাড়ায় এই ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাতঘরিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মনছুর আলম ফজরের আযান দেওয়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হলে আগে থেকে উৎপেতে থাকা ডাকাতদল তাকে ধরে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ইমামের শ্বশুর মৃত তৈয়ম গুলালের ছেলে ইসহাকের গোয়াল ঘর থেকে চারটি গরু লুট করে নিয়ে যায় ডাকাতদল। একইসঙ্গে মৃত আবদু ছামদের ছেলে নুরুল কবিরের গোয়াল ঘর থেকে দুটি গরু লুট করে একটি গাড়িতে তুলে দ্রুত পালিয়ে যায় তারা।
ভুক্তভোগীরা জানান, লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন।
এই বিষয়ে ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই আছাদুর রহমান জানান, এ ধরনের কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/তারেক/জেইউ/এএইচ