ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বাদামতলী এলাকায় লরির চাপায় জয়নাল আবেদীন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার বাদামতলী ফেনাপুনী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷
জানা গেছে, নিহত জয়নালের ঘর বাদামতলী এলাকার মহাসড়ক সংলগ্ন এলাকায় অবস্থিত। বৃহস্পতিবার সকালে বড়তাকিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্য ঘর থেকে বের হয়ে রাস্তার বাইরে গাড়ির জন্য দাঁড়ালে চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে গিয়ে আঁছড়ে পড়ে। এসময় লরিটি জয়নাল আবেদীনকেও টেনে হেঁচড়ে নিয়ে যায়। এতে নিজের ঘরের সামনেই ঘটনাস্থলে নিহত হন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন৷
পূর্বকোণ/পিআর