চট্টগ্রাম সোমবার, ১৪ জুলাই, ২০২৫

রামুতে পারভেজ হত্যাকাণ্ড: মূল সহযোগী গ্রেপ্তার
গ্রেপ্তার আসামি ইমরান হোসেন

রামুতে পারভেজ হত্যাকাণ্ড: মূল সহযোগী গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

১৯ জুন, ২০২৫ | ১২:০৮ পূর্বাহ্ণ

ডাকাত দলের ছুরিকাঘাতে কিশোর পারভেজ (১৭) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

 

আজ বুধবার (১৮ জুন) বিকালে কক্সবাজারের রামু থানাধীন কাউয়ারখোপ ইউপির গাছুয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গত ৩ জুন মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত পারভেজের পরিবার সূত্রে জানা যায়, কোরবানির গরু নিয়ে পারভেজ ও তার সঙ্গীরা বাড়ি ফিরছিলেন। এ সময় ডাকাত জাহিদ ও তার দলের সদস্যরা অতর্কিত হামলা চালায়। ডাকাত দলের  ছুরির আঘাতে পারভেজ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এই ঘটনার পরপরই নিহতের পিতা বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

গ্রেপ্তার আসামি ইমরান হোসেন (২১) কক্সবাজার জেলার রামু থানাধীন কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাছুয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. আবু বক্করের ছেলে।

 

র‌্যাব কর্মকর্তা আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রামু থানায় সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট