চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মুনতাহা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ জুন) সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী বানু মেম্বার টেক এলাকার নাঈম মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
মুনতাহা কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় মাঝির বাড়ির মৃত মো. ছৈয়দের মেয়ে। মুনতাহার ২ বোন ও ১ ভাই রয়েছে। ভাইবোনের মধ্যে মুনতাহা ৩য়। স্থানীয় একটি বিদ্যালয়ে নার্সারিতে পড়তো।
স্থানীয়রা জানান, ঘরে নাস্তা করার পর বাড়ির সাথে লাগোয়া পুকুর ঘাটে হাত-মুখ ধোয়ার সময় মুনতাহা পুকুরে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মুনতাহারা গত তিন বছর ধরে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী বানু মেম্বার টেক এলাকায় নানীর বাড়িতে মায়ের সাথে বসবাস করছে। মুনতাহার বাবা মারা যাওয়ার পর তারা চলে এসেছে। তার মা শেলি আক্তার পোশাক কারখানায় চাকরি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আজমাইন ইকতেদার বলেন, রাত ৮টার সময় মুনতাহা নামে এক শিশুকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছে।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ