চট্টগ্রাম শনিবার, ১২ জুলাই, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন
অবৈধ দোকানপাট ও স্থাপনা বুল‌ডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে

সাতকানিয়ায় শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

সাতকানিয়া সংবাদদাতা

১৮ জুন, ২০২৫ | ১০:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট কাঁচা বাজার থেকে সাতকানিয়া রাস্তার মাথা পর্যন্ত সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী। অভিযান পরিচালনার সময় কয়েক শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে বুল‌ডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

 

বুধবার (১৮ জুন) দুপুর দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সাতকানিয়া সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, হাইওয়ে পুলিশ নিয়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

 

তিনি বলেন, মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা ও দোকানপাট গড়ে তোলায় প্রতিনিয়ত যানজটসহ সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল কেরানিহাটকে যানজট মুক্ত করার। জনগণের দাবির প্রেক্ষিতে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে কেরানিহাটকে যানজট মুক্ত করতে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযানটি পরিচালনা করা হয়। পুনরায় এসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট