চট্টগ্রাম সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সর্বশেষ:

বান্দরবানের দেবতাখুম স্পটে পর্যটক যাতায়াতে বিধিনিষেধ আরোপ প্রশাসনের
দেবতাখুম পর্যটন স্পট

বান্দরবানের দেবতাখুম স্পটে পর্যটক যাতায়াতে বিধিনিষেধ আরোপ প্রশাসনের

বান্দরবান সংবাদদাতা

১৮ জুন, ২০২৫ | ৯:৩৬ অপরাহ্ণ

ভারী বর্ষণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন স্পটে পর্যটকদের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন।

 

আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে ১৮ জুন থেকে আগামী ২৫ জন পর্যন্ত এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের যাতায়াতে নিরুৎসাহিত করা হচ্ছে।

 

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, আমরা চাই না কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। ইতোমধ্যে পাহাড়ি ঝিরির পানিতে ভেসে গিয়ে কয়েকজন পর্যটকের মৃত্যু হয়েছে, এখনো এক পর্যটক নিখোঁজ রয়েছেন। বর্তমানে প্রবল বর্ষণের কারণে দেবতাখুম পর্যটন কেন্দ্রটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সবার সাথে আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন স্পটটি পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

 

উল্লেখ্য, সন্ত্রাসী তৎপরতার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর দেবতাখুম পর্যটন স্পট গত বছরের জানুয়ারিতে খুলে দেওয়া হয়। গত ১৩ জুন বান্দরবানের আলীকদমের পাহাড়ি ঝিরিতে ভেসে গিয়ে দুই পর্যটকের মৃত্যু হয়। এখনো একজন পর্যটক নিখোঁজ রয়েছেন।

 

অন্যদিকে মঙ্গলবার বিকেলে নাইক্ষ্যংছড়িতে প্রবল বৃষ্টির সময় এক পরটক ভেসে গিয়ে নিখোঁজ হযন।

 

পূর্বকোণ/মিনার/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট