চট্টগ্রাম বুধবার, ০৯ জুলাই, ২০২৫

সর্বশেষ:

পটিয়ায় হাইস চালকের লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা
পটিয়ায় হাইস চালকের লাশ উদ্ধার

পটিয়ায় হাইস চালকের লাশ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

পটিয়া সংবাদদাতা

১৮ জুন, ২০২৫ | ৭:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় মো. জসিম (৪২) নামে এক হাইস (মাইক্রো গাড়ি) চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে পটিয়া পৌরসদরের ইন্দ্রপোল সেতুর নিচে খালের পাড়ে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পটিয়া থানা পুলিশকে খবর দেন।

 

নিহত জসিম পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজী পাড়ার বাসিন্দা মৃত মো. ইলিয়াসের ছেলে।

 

খবর পেয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

 

নিহতের ছোট ভাই মো. আমজাদ জানান, আমার ভাই গতকাল (মঙ্গলবার) রাত ১১টার পর থেকে নিখোঁজ ছিল। সারারাত খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ পাইনি। বিকেলে জানতে পারি খালের পাড়ে একটি লাশ পাওয়া গেছে। গিয়ে দেখি সেটি আমার ভাই জসিম। আমার ধারণা, তাকে হত্যা করে ব্রিজের ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে।

 

নিহতের চাচাতো ভাই মো. শাহজাহান বলেন, জসিম অর্ধেক মালিকানায় একটি হাইস গাড়ি কিনেছিল এবং নিজেই সেটি চালাতো। প্রতিদিন রাতে পটিয়া হাসপাতালের সামনে গাড়ি পার্কিং করে বাড়ি ফিরত। তবে গতকাল রাতে আর ফেরেনি। তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, তবে গাড়ির লাইনের কারও সঙ্গে দ্বন্দ্ব ছিল কি না তা নিশ্চিত নই।

 

এ বিষয়ে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।

 

নিহতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই মৃত্যুকে কেন্দ্র করে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

 

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট