চট্টগ্রাম বুধবার, ০৯ জুলাই, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি

সীতাকুণ্ডে গাড়িচাপায় হিজড়ার মৃত্যু, আহত ১

সীতাকুণ্ড সংবাদদাতা

১৮ জুন, ২০২৫ | ১২:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িচাপা পড়ে এক হিজড়া নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ৯টায় মহাসড়কের বারআউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

 

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমেন জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মহাসড়কের বারআউলিয়ায় চট্টগ্রামমুখী সড়ক পার হবার সময় দুই পথচারীকে চাপা দেয় একটি মিনিবাস। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার ও আহতকে হাসপাতালে প্রেরণ করে।

 

নিহত হিজড়ার নাম কাজলী (৪৫)। তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ি গ্রামের অস্থায়ী বাসিন্দা কুড়িগ্রামের মো. আলমের সন্তান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট