কক্সবাজারের চিকিৎসা ইতিহাসে এক বিরল ঘটনা ঘটেছে। ইয়াছমিন আক্তার (২৫) নামের এক নারী একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন।
আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টা ১৫ মিনিটে কক্সবাজার ইউনিয়ন হসপিটালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন পুত্র ও এক কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। এই ঘটনায় পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষসহ পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে।
প্রসূতি ইয়াছমিন আক্তারের বাড়ি উখিয়ার পালংখালী ইউনিয়নের মুছারহলা গ্রামে। তিনি সৌদি প্রবাসী রবিউল আলমের স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ইয়াছমিন আক্তার এবং নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন। নবজাতকদের ওজন ৫৮০ গ্রাম থেকে ৭০০ গ্রামের মধ্যে, বর্তমানে হাসপাতালের এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করেন গাইনি বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমীর নেতৃত্বে একটি চিকিৎসক দল। চিকিৎসকরা জানিয়েছেন, ইয়াছমিনের গর্ভাবস্থাটি ছিল উচ্চঝুঁকিপূর্ণ। তবে, পূর্বপ্রস্তুতি ও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের কারণে সফল অস্ত্রোপচার সম্ভব হয়েছে।
চিকিৎসকরা আরও জানান, প্রাকৃতিকভাবে একসঙ্গে চার সন্তান জন্মের ঘটনা অত্যন্ত বিরল, যা প্রায় ৭ লাখের মধ্যে মাত্র একটি ক্ষেত্রে ঘটতে পারে। ইউনিয়ন হসপিটাল কর্তৃপক্ষ এই ঘটনাকে কক্সবাজারের চিকিৎসার ইতিহাসে প্রথম বলে উল্লেখ করেছেন।
এই আনন্দঘন মুহূর্তে পরিবারের সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতক ও মায়ের জন্য সবার দোয়া কামনা করেছেন।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ