কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বেলাল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ইউনিয়নের দৌলতপুর এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোহাম্মদ বেলাল খান বড়উঠান ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, চান্দগাঁও থানার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ