চট্টগ্রাম শনিবার, ১২ জুলাই, ২০২৫

সর্বশেষ:

ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ওমরের লাশ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ
শহীদ ইঞ্জিনিয়ার মো. ওমর

ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ওমরের লাশ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

বোয়ালখালী সংবাদদাতা

১৭ জুন, ২০২৫ | ৭:২৯ অপরাহ্ণ

ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ ইঞ্জিনিয়ার মো. ওমরের লাশ সুরতহাল এবং ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের আদেশ দিয়েছেন আদালত। চলতি বছরের গত ২৯ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

 

এ কার্য সম্পাদনে গত ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত এক আদেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমাকে নিয়োগ প্রদান করেছেন।

 

এ আদেশে আরও বলা হয়, ঢাকার উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর-২১(৮)২৪, জি.আর মামলা নম্বর-৩০৪/২৪ এর ভিকটিম ওমর বিন নুরুল আবছার (২২) গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। দেশের পারিপার্শ্বিক কারণে ভিকটিমের অভিভাবকগণ সুরতহাল, ময়নাতদন্ত এবং স্থানীয় পুলিশকে অবগত না করে ওমরের লাশ ২০২৪ সালের ৫ আগস্ট পরিবারের লোকজন উপজেলার আকুবদণ্ডী গ্রামের কবরস্থানে দাফন করেন। ফলে ভিকটিমের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত করা হয়নি। তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ভিকটিম ওমরের লাশ কবর হতে উত্তোলনের আদেশ প্রদান করা হয়।

 

এ অবস্থায় বোয়ালখালী থানা ও উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মৃত ওমরের মরদেহ কবর হতে উত্তোলনে সহযোগিতা করবেন।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট