টেকনাফে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যেই বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৭ জুন) ভোরে নাফ নদীর তীর এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তীব্র বাতাস এবং ঝড়বৃষ্টির মধ্যে নাফ নদীর তীরে অবস্থান নেয় বিজিবির একটি দল। এসময় দু’জন ব্যক্তিকে বেড়িবাঁধ অতিক্রম করে ঢুকতে দেখে বিজিবি তাদের ধাওয়া করে। একপর্যায়ে তারা নদীর তীরের কেওড়া জঙ্গলে ঢুকে পালিয়ে যায়। পরে কেওড়া জঙ্গল, নদীর তীর এবং তৎসংলগ্ন বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া দুইটি (বিশেষভাবে মোড়কজাত) বস্তার ভিতর হতে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোন অপরাধীকে আটক করা সম্ভব হয়নি।
পূর্বকোণ/পিআর