চট্টগ্রাম শনিবার, ১২ জুলাই, ২০২৫

সর্বশেষ:

কালুরঘাটে সেতু থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ল তরুণী 

বোয়ালখালী সংবাদদাতা

১৬ জুন, ২০২৫ | ১১:৩০ অপরাহ্ণ

কালুরঘাট সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়েছেন এক তরুণী। ওই তরুণীকে ঝাঁপিয়ে পড়তে দেখে স্থানীয় লোকজন ও নদীতে থাকা নৌকার মাঝিরা উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিক ওই তরুণীর নাম পরিচয় জানা যায়নি। তিনি কি কারণে এমনটি করেছেন তাও জানা সম্ভব হয়নি।

 

সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে সেতুর পশ্চিম প্রান্ত থেকে নদীতে ঝাঁপ দেন ওই তরুণী। ঝাঁপ দেওয়ার আগে সেতুর পাটাতনে মোবাইল সেট ও জুতা খুলে রাখেন তিনি। তাকে রাত সাড়ে ১০ টার দিকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী মো.সম্রাট। 

 

তিনি বলেন, সেতুর উপর থেকে নদীতে ঝাঁপিয়ে পড়া তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেতু পারাপাররত লোকজন দেখতে পেয়ে চিৎকার করলে নদীতে থাকা নৌকার মাঝিরা দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট