চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি : সীতাকুণ্ডে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি : সীতাকুণ্ডে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

১৬ জুন, ২০২৫ | ৮:১৯ অপরাহ্ণ

চটগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসদরে অবস্থিত রাজবাড়ি রেস্তোরাঁ ও মস্কো বেকার্স নামক দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আাদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে “মস্কো বেকার্স” নামক প্রতিষ্ঠান মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় এবং পণ্যের মোড়কে কোন প্রকার উৎপাদন, মেয়াদ তারিখ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য প্রদর্শন না করায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে যাবতীয় লাইসেন্স প্রদর্শন করতে বলা হয়। কিন্তু প্রতিষ্ঠানটি কোন প্রকার লাইসেন্স দেখাতে পারেনি।

 

এ বিষয়ে বিএসটিআই হতে তথ্য যাচাইকালে জানা যায়, প্রতিষ্ঠানটির উৎপাদিত কোন পণ্যের মোড়ক নিবন্ধন সনদ এবং সুইটমিট ও ব্রেড পণ্যের সিএম লাইসেন্স নেই। মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী বিক্রি করার অপরাধে মস্কো বেকার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনা করায় রাজবাড়ী-২ নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট